দৈনিক চাটখিল খবর ডেস্ক :
স্বমহিমায় উদ্ভাসিত স্বেচ্ছাসেবী সংগঠন খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠান গত বৃহস্পতিবার সন্ধ্যায় খিলপাড়া বাজারের একটি হোটেলে হলরুমে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সকল সদস্য এবং রক্তদাতাদের উপস্থিতিতে কেক কেটে ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠানের সুচনা করা হয়।সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মামুনুল ইসলামের সভাপতিত্বে প্রকৌশলী মনির বেগের সঞ্চালনায় পঞ্চম বর্ষবরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী জাকির হোসেন, সহ-সভাপতি হাবিবুর রহমান, কামরুল কানন, নোয়াখালী ব্লাড হান্টার, সেচ্ছাসেবী প্যানেল অব চাটখিল সহ নোয়াখালী অঞ্চলের সাতটি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সংগঠনটির মাধ্যমে এ পর্যন্ত বিভিন্ন মুমূর্ষ রোগীর মাঝে ১৬১৫ ব্যাগ রক্ত দান করা হয়। পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে ৮ জন সেরা রক্তদাতাকে সংবর্ধনা প্রদান করা হয়।
Leave a Reply