সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১২ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মো. দিদারুল আলমকে গত সপ্তাহে চট্টগ্রাম ওয়াসাতে বদলী করা হয়। তিনি সোমবার চট্টগ্রামে যোগদান করবেন। তার বিদায় উপলে গতকাল শনিবার বিকেলে চাটখিল উপজেলা সভাকে তার সম্মানে এক বিদায়ী সংবর্ধনা সভার আয়োজন করা হয়। স্থানীয় সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সমুহের প থেকে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সোমপাড়া কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন।
সভায় বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. দিদারুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, চাটখিল প্রেসকাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপজেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান, চাটখিল পৌরসভার প্যানেল মেয়র আহসান হাবীব সমির, কাউন্সিলর মমিনুল ইসলাম দুলাল, নারী নেত্রী শামিমা আক্তার মেরী, সাংবাদিক আবু তৈয়ব, মুক্তার হোসেন মুক্তা প্রমুখ। সভা পরিচালনা করেন উত্তরণ নাট্যগোষ্ঠীর সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবর।
বক্তরা বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. দিদারুল আলমের গত ২ বছরের কর্মকান্ডের ভূয়সি প্রশংসা করেন এবং তার জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। উল্লেখ্য, গত ১ সপ্তাহে চাটখিলে তার সম্মানে ২২টি বিদায়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply