সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
ইয়াবা ব্যবসায়ী, অস্ত্র মামলা ও একাধিক ধর্ষন মামলার আসামী সন্ত্রাসী যুবলীগ নেতা মুজিবুর রহমান শরিফ এর সর্বোচ্চ শাস্তি এবং তার আশ্রয়-প্রশ্রয় দাতাদের আইনের আওতায় আনার দাবিতে গতকাল রোববার চাটখিলে পৃথক ২টি মানববন্ধন অনুষ্ঠিত হয়। রোববার সকালে চাটখিল পৌর শহরে চাটখিলবাসীর পক্ষ থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।
পৌর শহরের মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাজিব হোসেন রাজু, যুবলীগ নেতা এস এম ফারুক, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নুর উদ্দিন উজ্জল, যুবলীগ নেতা সাঈদ মোহাম্মদ তুষার, ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি যুবরাজ প্রমূখ।
বিকেলে উপজেলার ইয়াছিন হাজীর বাজারে ৭নং হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নবাসীর পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়। ইয়াছিন হাজীর বাজারে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের চেয়ারম্যান এস এম বাকী বিল্লাহ, নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগ, আবদুল্লাহ মাষ্টার, দেলোয়ার হোসেন ভূঁইয়া ও ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন বাদল।
মানববন্ধন ২টিতে বক্তারা যুবলীগ নেতা শরিফ এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড এবং শরিফকে আশ্রয়-প্রশ্রয় দানকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য যুবলীগ নেতা শরিফ গত বুধবার দুপুরে গ্রেফতার হয়। পুলিশ তাকে বৃহস্পতিবার আদালতে উপস্থাপন করে ধর্ষন ও অস্ত্র মামলায় ২০ দিনের রিমান্ডের আবেদন জানায়। আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে সে রিমান্ডে রয়েছে।
Leave a Reply