সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মো. দিদারুল আলম এর বিদায় উপলক্ষ্যে গতকাল সোমবার বিকেলে চাটখিল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বিদায়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুর রহমান এতে সভাপতিত্ব করেন।
সভায় বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. দিদারুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, চাটখিল প্রেসকাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, চাটখিল মহিলা কলেজের ভাইস প্রিন্সিপল ফারুক সিদ্দিকী ফরহাদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চাটখিল উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সুজন, প্রধান শিক্ষক ঊষা রানী মজুমদার, সহকারী শিক্ষক মো. সুমন মিয়া প্রমূখ।
বিদায়ী ইউএনও কে চাটখিল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ’বিদায়ী সংবর্ধনা ক্রেষ্ট’ প্রদান করা হয়
সভায় বক্তারা চাটখিলে গত ২ বছর ধরে ইউএনও’র কর্মকান্ডের প্রশংসা করে বলেন ইউএনও দিদারুল আলম যেভাবে জনগণের সেবক হিসেবে কাজ করেছেন সারা বাংলাদেশের সকল ইউএনও’রা যদি উনার মতো জনগণের সেবক হিসেবে কাজ করতেন, তাহলে দেশের চেহারা পাল্টে যেত। উল্লেখ্য, ইউএনও মো. দিদারুল আলম কে চট্টগ্রাম ওয়াসায় বদলি করা হয়।
Leave a Reply