মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০১:১৯ অপরাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
নোয়াখালী জেলার চাটখিল থানা পুলিশ এক মাদ্রাসার ছাত্রী (১৬) কে শ্লীলতাহানীর অভিযোগে বখাটে পিয়াস (২০) কে গতকাল শুক্রবার রাতে গ্রেফতার করেছে। ছাত্রীটি নারায়নপুর নাজির কাচারী মাদ্রাসার ১০ম শ্রেণিতে পড়ে।
স্থানীয় সূত্র এবং থানায় দায়ের করা ছাত্রীটির বাবা মমিন উল্যার অভিযোগে জানা যায়, একই বাড়ীর আয়নাল হকের বখাটে ছেলে পিয়াস শুক্রবার সন্ধ্যায় ঘরে ঢুকে তার মেয়ের শ্লীলতাহানী করে। এই সময় তার স্ত্রী সাথী আক্তার ও মেয়ে বখাটে পিয়াস এর হামলায় আহত হয়। সন্ধ্যায় আহত মা ও মেয়েকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা এখানে চিকিৎসাধীন রয়েছে।
থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, মমিন উল্যাহ তার নিকট অভিযোগ করলে তিনি তাৎনিক খিলপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই ইকবাল হোসেনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এস আই ইকবাল মমিন উল্যাহ এর অভিযোগের প্রেক্ষিতে পিয়াসকে রাতেই গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এই ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত পিয়াসকে শনিবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply