সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে গতকাল শনিবার বিকেলে চাটখিল পৌর শহরের ভীমপুর হাইস্কুল মিলনায়তনে উপজেলা ও পৌরসভা জেএসডি’র এক আলোচনা সভার আয়োজন করে।
সভায় জেএসডি কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাটখিল উপজেলা জেএসডি সভাপতি সাংবাদিক মোঃ হাবিবুর রহমান সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জেএসডি সভাপতি এডভোকেট কাউছার নিয়াজী, বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা জেএসডি সাধারণ সম্পাদক আমির হোসেন বিএসসি।
সভায় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জেএসডি যুগ্ম সাধারণ সম্পাদক নুরুর রহমান চেয়ারম্যান, জেলা গণতন্ত্রী পার্টির নেতা বাবু সমীর চক্রবর্তী, উপজেলা জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উল্যাহ্, পৌর সভাপতি প্রফেসর দীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক ফিরোজ আলম ও উপজেলা ছাত্রলীগ আহবায়ক শাহাদাত হোসেন হৃদয়।
সভায় বক্তরা বলেন, ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর নির্বাচনের নামে ২৯ তারিখ রাতে ভোট ডাকাতির মাধ্যমে মতা দখল করে দুর্নীতি, লুটপাট, খুন, ধর্ষনসহ দেশে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে সরকার। এ অবস্থা থেকে দেশবাসীকে রা করতে হলে জাতীয় সরকারের বিকল্প নেই। তাই জাতীয় সরকার গঠনের লক্ষে দেশবাসীকে ঐক্যবদ্ধ করে দলীয় অপশাসনের অবসান ঘটাতে হবে।
এ ছাড়া বক্তরা বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্রের ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার জের ধরে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো এর মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য, সেখানকার মুসলমানদের উপর নির্যাতন এবং মসজিদ বন্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
Leave a Reply