রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
বিশ্ব নবী হযরত মুহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার জের ধরে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো এর মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের কারণে সেখানকার মুসলমানদের উপর নির্যাতন এবং মসজিদ বন্ধের প্রতিবাদে আজ রোববার দুপুরে চাটখিল পৌর শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
উপজেলা ওলামায়ে কেরাম ও তাওহীদ জনতার ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে দলমত নির্বিশেষে কয়েক হাজার মুসলমান অংশগ্রহণ করেন। মিছিলটি চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাটখিল উপজেলা পরিষদ মাঠে এসে ফ্রান্সের পণ্য সামগ্রী বর্জন করার আহবানের মধ্য দিয়ে শেষ হয়।
এদিকে গত শুক্রবার জুমার নামাজের পর চাটখিল উপজেলার বানসা বাজার সহ বিভিন্ন এলাকায় এ ধরনের প্রতিবাদ মিছিলে মসজিদের মুসল্লীগণসহ এলাকার সর্বস্তরের মুসলমানগণ অংশগ্রহণ করেন।
Leave a Reply