সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
চাটখিল পৌরসভার ভীমপুর হাই স্কুলের সিনিয়র শিক্ষক মানিক লাল নাথ এর অবসর উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে গতকাল সোমবার বিকেলে এক বিদায়ী সংবর্ধনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিকক (প্রভাতী) শাখার আবদুল হাই সভায় সভাপতিত্ব করেন।
সভায় বক্তব্য রাখেন, দিবা শাখার সহকারী প্রধান শিকক ফারুক হোসেন, বিদায়ী শিক্ষক মানিক লাল নাথ, শিকক প্রতিনিধি মাহবুবুর রহমান, সিনিয়র শিক্ষক সাংবাদিক দিদার-উল-আলম, সিনিয়র শিক্ষক তোফাজ্জল হোসেন, শিক্ষিকা হাসিনা আক্তার, সিনিয়র শিক্ষক রুহুল আমিন প্রমুখ।
সভায় বিদায়ী শিক্ষক মানিক লাল নাথ এর ৩৯ বছর সফলতার সাথে চাকরি শেষ করায় বক্তারা তাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হয়।
উল্লেখ্য, গত রোববার ৩০ নভেম্বর তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
Leave a Reply