সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
নোয়াখালী জেলার চাটখিলের ৯নং খিলপাড়া ইউনিয়নের দক্ষিণ দেলিয়াই গ্রামের ফয়েজ উল্যা হাজী বাড়ীর মৃত বাবুল মিয়ার স্ত্রী বিধবা (৪৫) কে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করেছে সৌদি আরব প্রবাসী রিপন (৩০)। রিপন একই বাড়ির মোহাম্মদ হোসেন এর ছেলে। এ ব্যাপারে গতকাল রোববার রাতে থানায় মামলা হয়েছে। ধর্ষক রিপন পলাতক রয়েছে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, রিপন সৌদি আরব থেকে অক্টোবর মাসে বাড়িতে আসে। বাড়িতে আসার পর থেকে একই বাড়ির মৃত বাবুলের স্ত্রীকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে আসছিল। এক পর্যায়ে তাকে জোরপূর্বক ধর্ষন করে। ধর্ষনের বিষয়টি বাড়ির লোকজনকে জানালে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষিতাকে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে রিপনকে আসামী করে থানায় একটি মামলা হয়েছে। সোমবার সকালে ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, ঘটনার পর থেকে আসামী রিপন পলাতক রয়েছে। তাকে ধরতে বিশেষ অভিযান চালানো হচ্ছে।
Leave a Reply