সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
নব-প্রতিষ্ঠিত চাটখিল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কার্যক্রম শুরু উপলক্ষ্যে এক অবহিতকরণ সভা গত রোববার বিকেলে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ এস এম হামিদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি ও শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মহসীন। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী দ্বীপঙ্কর খীসা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, উপজেলা শিক্ষা অফিসার এহসানুল হক চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান প্রমূখ।
সভায় সভাপতির বক্তব্যে অধ্যক্ষ এস এম হামিদুল হক বলেন, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৬ষ্ঠ ও ৯ম শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা শুরু হবে। ছাত্র-ছাত্রী ভর্তির মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হবে। ৬ষ্ঠ শ্রেণিতে ১২০ জন ও ৯ম শ্রেণিতে ৬০ জন ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ রয়েছে। তিনি নব-প্রতিষ্ঠিত এ কলেজের কার্যক্রম পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply