গুলজার হোসেন সৈকত, (চাটখিল নোয়াখালী):
চাটখিলের পত্রিকা হকার হিসেবে পরিচিত আব্দুল্লাহ বর্তমানে বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত । তাই তিনি সঠিকভাবে হকারের কাজ করতে পারছেন না। এই কাজ বন্ধ হয়ে গেলে আব্দুল্লাহ কে না খেয়ে মরতে হবে।
ঢাকা পি.জি হাসপাতালের চিকিৎসকদের তথ্য অনুযায়ী তার উন্নত চিকিৎসার জন্য প্রায় ১ লক্ষ টাকা প্রয়োজন। তাই জটিল রোগে আক্রান্ত আব্দুল্লাহর চিকিৎসা করা একান্তই জরুরী হয়ে পড়েছে। কিন্তু চিকিৎসা করার মতো আর্থিক অবস্থা তার নেই। তাই হকার আব্দুল্লাহ সমাজে বিত্তবানদের কাছে তার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা:- বিকাশ নাম্বার (আব্দুল্লাহ) #01727-455596
Leave a Reply