গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
আজ বুধবার সকালে চাটখিল-রামগঞ্জ সড়কের মুন্সী রাস্তার পূর্বে ব্যাপারী বাড়ীর রাস্তা সংলগ্ন পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশা (মিশুক) এর চালক সহ ২ জন নিহত এবং ১ জন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হচ্ছেন শোশালিয়া গ্রামের আবদুল আজিজ এর ছেলে অটোরিকশা চালক ইদ্রিস মিয়া (৪০) ও যাত্রী পশ্চিম রামনারায়নপুর গ্রামের সোহাগ এর অন্তঃসত্ত্বা স্ত্রী সুলতানা আক্তার (২০) এবং গুরুতর আহত সুলতানার মা সালেহা বেগম (৬০) কে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, পিকআপ ভ্যানটি আটক করা হলেও চালক কে আটক করতে পারেনি, চালক পলাতক রয়েছে।
Leave a Reply