সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী)
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র উপজেলা নেতা বীরমুক্তিযোদ্ধা আবদুর রহিম (৬৯) গতকাল শুক্রবার রাতে তার হীরাপুর গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ———————— রাজেউন)। আজ শনিবার বিকেলে হীরাপুর মাদ্রাসা মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
তার মৃত্যুতে স্বাধীনতার পতাকা উত্তোলক জেএসডি’র সভাপতি আ.স.ম. আবদুর রব, সাধারন সম্পাদক এডভোকেট সানোয়ার হোসেন, জেএসডি’র কেন্দ্রীয় নেতা বীরমুক্তিযোদ্ধা গোলাম জিলানী চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা নুরুল আমিন ভূঁইয়া, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, নোয়াখালী জেলা জেএসডি’র সভাপতি এডভোকেট কাউছার নিয়াজী, সাধারন সম্পাদক আমির হোসেন বিএসসি, কেন্দ্রীয় সদস্য ও চাটখিল উপজেলা জেএসডি’র সভাপতি সাংবাদিক মো. হাবিবুর রহমান, সাধারন সম্পাদক শহীদ উল্যা, যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সাংবাদিক গুলজার হোসেন সৈকত, পৌরসভা জেএসডি’র সভাপতি প্রফেসর দীন মোহাম্মদ ও সাধারন সম্পাদক ফিরোজ আলম গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
Leave a Reply