সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
নোয়াখালী জেলার চাটখিল পৌরসভার ভীমপুরে আরিফ হোসেন রনি (৩৫) নামে এক বখাটে ছেলের বিরুদ্ধে তার পিতা মুক্তিযোদ্ধা আবুল হাসেম, সৎ মা ও বোনদের মারধর করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন যাবৎ এ মাদকাসক্তের অত্যাচারে পুরো পরিবার অতিষ্ট হয়ে পড়েছে। এই ব্যাপারে আবুল হাসেম বাদী হয়ে গতকাল সোমবার সন্ধায় চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, বখাটে রনি দীর্ঘদিন যাবৎ তার চাহিদামত টাকা না পেলে বাবা, মা সহ পরিবারের সদস্যদের মারধর করে আসছে। গত রোববার গৃহপালিত গরু বিক্রি করার জন্য নিয়ে যাওয়ার সময় আবুল হাসেম বাধা দেয়। এ সময় সে অকথ্য ভাষায় গালমন্দ করে পিতাকে মারধর শুরু করে। সৎ মা ও বোনেরা এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে আহত করে। আহতদের চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।
এই ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বখাটে রনির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply