সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
নোয়াখালী জেলার চাটখিলের সাহাপুর বাজারের বিকাশ এজেন্ট মোহাম্মদ সফিকুল ইসলামের দি স্মার্ট টেলিকমের বিকাশ নাম্বার হ্যাক করে ৩ লাখ ৪৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ ব্যাপারে চাটখিল থানায় অভিযোগ হলে পুলিশ অভিযান চালিয়ে গত বুধবার রাতে চট্টগ্রাম মহানগর থেকে প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো চট্টগ্রামের চাঁদগাঁও থানার খোকন, ইকবাল এবং ভোলা জেলার জামাল। আজ সোমবার পুলিশ তাদেরকে কোর্ট হাজতে প্রেরণ করেছে।
থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন আদালতে স্বীকারোক্তি দিয়েছে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী অন্য প্রতারকদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
Leave a Reply