দৈনিক চাটখিল খবর ডেস্ক:
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পূর্ব পরকোট গ্রামের হিজ্জের বাড়ীর হারুন অর রশীদের ছেলে দিনমজুর মোঃ কাউছার (২৭) কে বাঁচাতে এগিয়ে আসুন। সে দীর্ঘদিন থেকে তার কোমরের হাড়ের সমস্যাজনিত জটিল রোগে ভুগছে। বর্তমানে সে তার বাড়িতে চিকিৎসার অভাবে অসহায়ভাবে দিনযাপন করছে এবং মোটেও হাঁটাচলা করতে পারছে না। চিকিৎসকদের তথ্যমতে তার কোমরের হাঁড়ক্ষড় হয়েছে। তার চিকিৎসা করাতে দীর্ঘ সময় লাগবে এবং চিকিৎসা খরচ প্রায় ৪ লাখ টাকা লাগবে বলে স্থানীয় চিকিৎসকরা জানান।
এতো টাকা জোগাড় করা তার দিনমজুর পিতার পক্ষে কোনো ভাবেই সম্ভব নয়। তাই তার বাবা হারুন অর রশীদ সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
Leave a Reply