সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
সোমবার মধ্যরাতে চাটখিল পৌর শহরে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দোকান ঘর মালামাল সহ সম্পূর্ণরুপে পুড়ে ছাই হয়ে যায়।
দোকান ঘরগুলোর মধ্যে রয়েছে সোহাগ মৎস আড়ৎ ও বরফ কল এবং আবু তাহের এর মৎস আড়ৎ। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা বলে দোকান মালিক ও ভাড়াটিয়ারা জানিয়েছেন। আগুন লাগার খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
সোহাগ মৎস আড়ত এর মালিক আবদুল কাইয়ুম সোহাগ সহ স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন দোকানগুলোর পূর্ব পাশে পৌরসভার ময়লা আবর্জনার স্তুপ। কয়েক দিন পরপর আগুন লাগিয়ে ময়লা পোড়ানো হয় এবং ঐ আগুন থেকেই দোকানগুলোতে আগুন লেগেছে। এই অগ্নিকান্ডের জন্য পৌরসভা কর্তৃপক্ষ দায়ী বলে দোকান মালিক ও ব্যবসায়ীরা অভিযোগ করেন।
Leave a Reply