রবিবার, ২৭ Jul ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
চাটখিলে অতিরিক্ত ভাড়া আদায়, একজনের কারাদণ্
চাটখিল প্রতিনিধিঃ
ঈদ পরবর্তী সময় রামগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে নোয়াখালীর চাটখিলে হিমালয় পরিবহনের কাউন্টার ম্যানেজার শামসুল আলম কামরুলকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও আল বারাকা পরিবহনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
শনিবার (৮ জুলাই) বিকেলে এ অভিযান পরিচালনা করেন, চাটখিল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়। দণ্ডপ্রাপ্ত শামসুল আলম (৪৫) চাটখিল উপজেলার পুরুষোত্তমপুর এলাকার আজিজুর রহমানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঈদকে পুঁজি করে ঢাকা ও চট্টগ্রামগামী বাসগুলো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন অভিযোগ পেয়ে চাটখিল বাজারের বিভিন্ন বাস কাউণ্টারে অভিযান চালানো হয়। অভিযানকালে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি প্রমানিত হওয়ায় হিমালয় পরিবহনের চাটখিল কাউন্টারের ম্যানেজারকে ৭ দিনের কারাদণ্ড ও একই অভিযোগে আল বারাকা পরিবহনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একইসাথে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করে নায্য ভাড়া নিতে কাউন্টারগুলোকে সাবধান করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত দুটি পরিবহনের কাউন্টারগুলোতে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে ননএসি বাসে ৫০০ টাকার পরিবর্তে ৬০০ টাকা করে ভাড়া আদায় করে আসছিলো। হিমালয় পরিবহনের কাউন্টার ম্যানেজারকে অতিরিক্ত ভাড়া নেওয়ায় আগে সর্তক করা হয়েছিলো, কিন্তু সে নিষেধ অমান্য করে পুনঃরায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮০ ধারা অনুযায়ি তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি
Leave a Reply