সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৫ অপরাহ্ন
রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, সীমিত সম্পদ দিয়ে সরকার রেল যাত্রীদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছে।
আজ কমলাপুর রেলস্টেশনে ঈদ যাত্রার পরিস্থিতি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
রেলপথ মন্ত্রী বলেন, বছরের অন্য সময়ের তুলনায় ঈদে যাত্রীর চাপ অনেক বেড়ে যায়। তারপরও আমাদের সীমিত সম্পদ দিয়ে আমরা সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছি। রেলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।
মুজিবুল হক বলেন, বিকাল ৩টা পর্যন্ত ৩২টি ট্রেন কমলাপুর ছেড়ে গেছে। আগামী দিনেও সময়মত ট্রেন ছাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জল হোসেন, রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা।
Leave a Reply