সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ পূর্বাহ্ন
চাটখিলে মাদকসেবী দুই ছেলেকে ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দিলেন বাব মা
চাটখিল প্রতিনিধিঃ
মাদকসেবী দুই ছেলেকে ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দিলেন নোয়াখালীর চাটখিল উপজেলার অসহায় বাবা-মা। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয়কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (৮ জুলাই) দুপুরে উপজেলার পাঁচগাও ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- চাটখিল উপজেলার পাঁচগাও ইউনিয়নের আফসারখিল গ্রামের হাজী বাড়ির নুরুল আমিনের ছেলে সামছুল আলম (৪০) ও ফজলু (৩২)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায় বলেন, মাদক আমাদের সুখী পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। আমার কাছে দুই ছেলের বাবা অভিযোগ করেন। আমি অভিযোগের আলোকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এ সময় মাদক সেবন করে বাবা-মাকে মারধর ও এলাকার শান্তি বিনষ্ট করার সত্যতা পেয়ে উভয়কেই এক বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করি।
Leave a Reply