সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন
চাটখিল সরকারি কলেজ শিক্ষক ও আবাসিক সংকটে পাঠদান ব্যাহ
চাটখিল প্রতিনিধিঃ
চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের শিক্ষক – কর্মচারী ও আবাসিক সংকটে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। বিরাজিত এইসব সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের কাছে বার বার আবেদন নিবেদন করেও কোন লাভ হয়নি।
কলেজ সূত্রে জানা যায়, ১৯৬৬ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর ১৯৮৭ সালে কলেজটি সরকারি করণ করা হয়। ঐ সময় কর্মরত শিক্ষকদের আত্মীয়করণ করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেলেও বিষয় ভিত্তিক শিক্ষক পদ সৃষ্টি হয়নি এবং পদসংখ্যাও বাড়ানো হয়নি। ঐসময়ের আত্মীয়করণের ২৩টি পদে বর্তমানে ১৯জন শিক্ষক রয়েছেন। এতে সৃষ্ট পদেও ৪টি পদ শূন্য। যেখানে শিক্ষক সংকট চরমে। এছাড়া প্রয়োজনীয় সংখ্যা কর্মচারী ও নেই। এতে করে প্রশাসানিক কাজকর্ম বাঁধাগ্রস্ত হচ্ছে।
তাছাড়া শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের জন্য আবাসিক সুবিধা নেই। তাই শিক্ষক কর্মচারীরা আসা যাওয়া করতে প্রতিনিয়ত ভোগান্তি পোড়াতে হয়। ছাত্রবাস না থাকায় দুরের ছাত্র -ছাত্রীদের কলেজে আসা যাওয়ায় মারাত্মক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে । ফলে প্রতিনিয়ত ছাত্র-ছাত্রীরা ক্লাসে অংশগ্রহণ করতে পারে না। বর্তমানে কলেজটিতে প্রায় ৩হাজার ছাত্র/ছাত্রী রয়েছে। শিক্ষার মানোন্নয়ন কলেজের বিদ্যামান সমস্যাগুলো দ্রুত সমাধান করা জরুরী হয়ে পড়েছে।
এ বিষয়ে চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমানের সঙ্গে রোববার (০৯ জুলাই) যোগাযোগ করলে তিনি চাটখিল খবরকে জানান, বিদ্যমান সমস্যা গুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। তবে এখনো কোন সমস্যার সমাধান হয়নি।
তিনি এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের সুদৃষ্টি কামনা করছেন।
Leave a Reply