সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৬ পূর্বাহ্ন
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ফেসবুকে প্রেমিকাকে উদ্দেশ করে স্ট্যাটাস দেওয়ার দুদিন পর সাজু (১৮) নামে এক প্রেমিক আত্মহত্যা করেছেন। তিনি মানসিক অসুস্থ ছিলেন বলে জানা গেছে।
সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলার চরফকিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সাজু ওই এলাকার মো. আবদুর রশিদের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সাজু সোমবার রাত সাড়ে ৯ টায় রান্নাঘরে বিষপান করে ছটফট করতে থাকে। পরে পরিবারের সদস্যরা টের পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার সাজুর অবস্থার অবনতি দেখে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। সাজু দীর্ঘদিন থেকে মানসিক অসুস্থতায় ভুগছিল এবং একাধিক চিকিৎসকের চিকিৎসা নেওয়া হয়েছিল।
এর আগে গত ৮ জুলাই শনিবার তার ফেসবুক আইডিতে একটি মেয়ের ছবি দিয়ে তাকে উদ্দেশ্য করে স্ট্যাটাস দেয়। স্ট্যাটাসে লেখা ছিল, ‘আর নয় ভালোবাসা জানি তোর সাথে মায়া যত রাখিস বলো। তাতে একা করে আমায় চলে গেলি। দূরে যদি আর কখনো ফিরে আসো তোমার অপেক্ষায় থাকবো’।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল মোতালেব পিংকন জানান, তার ফেসবুক ও রিয়েলস দেখে মনে হচ্ছে, সাজু প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাদেকুর রহমান জানান, এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply