সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন
কোম্পানীগঞ্জে ঘুস দাবি করায় পল্লী বিদ্যুতের উপসহকারী প্রকৌশলীকে গণপিটুন
কোম্পানিগঞ্জ প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় বিদ্যুতের খুঁটি স্থাপনে ঘুস দাবি করায় পিডিবির (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলামকে গণপিটুনি দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার সন্ধ্যায় বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের বানু মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বানু মাঝির বাড়িতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নির্দেশে দুটি বিদ্যুতের খুঁটি বরাদ্দ করা হয়। ওই খুঁটি স্থাপনের সময় বসুরহাট বিদ্যুৎ অফিসের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম স্থানীয়দের কাছে এক লাখ টাকা দাবি করেন। এলাকাবাসী তাকে জানান- মেয়রের নির্দেশে সরকারিভাবে খুঁটি বরাদ্দ ও লাগানো হচ্ছে, টাকা কেন দাবি করছেন?
এমন প্রশ্নে সাইফুল ইসলাম টাকা না দিলে খুঁটি তুলে নিয়ে যাবেন বলে হুমকি দেন এবং স্থাপনকৃত একটি খুঁটি তুলে ফেলেন।
এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেন। পরে গণ্যমান্য ব্যক্তির মধ্যস্থতায় অভিযুক্ত উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলামকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলামকে বারবার ফোন দিলেও ফোন ধরেননি। এমনকি অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি।
তবে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন প্রকৌশলী সাইফুর রহমান। তিনি বলেন, ঘটনাটি আমার সঙ্গে ঘটেনি। উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলামের সঙ্গে ঘটেছে; তার থেকেই জেনে নিন।
Leave a Reply