বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন
বেগমগঞ্জে হত্যা সহ ৮ মামলার পলাতক আসামি ইয়াবা সহ গ্রেফতা
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জে হত্যাসহ আট মামলার পলাতক আসামি নুর আলম সাদ্দামকে (৩০) গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
রোববার (১৬ জুলাই) সন্ধ্যায় আমানউল্লাপুর ইউনিয়নের পলোয়ানপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার নুর আলম প্রকাশ সাদ্দাম সোনাইমুড়ী উপজেলার পদিপাড়া গ্রামের হাসমত উল্ল্যা হাসেমের ছেলে। তার বিরুদ্ধে আশপাশের থানায় একটি হত্যা, দুটি অস্ত্র ও পাঁচটি মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এলাকার লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।
বেগমগঞ্জ মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে নতুন করে আরও একটি মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে।
Leave a Reply