- যত হুমকিই আসুক শেখ হাসিনা মাথা নত করবেন না ওবায়দুল কাদেরনোয়াখালী প্রতিনিধিঃ
যত হুমকিই আসুক শেখ হাসিনা মাথা নত করবেন না বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ১৪ বছর চেষ্টা করে বিএনপি আন্দোলন জমাতে পারেনি, আর পারবেও না বলে দাবি করেন তিনি।
শনিবার (২২ জুলাই) বিকেলে নোয়াখালী জিলা স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ভিসানীতি নিয়ে নিষেধাজ্ঞা আসবে বলে বঙ্গবন্ধু কন্যাকে ভয় দেখিয়েছে। শেখ হাসিনা বলেছেন- আমার দেশ, আমি শেখ মুজিবের কন্যা। যত হুমকি আসুক শেখ হাসিনা মাথা নত করবে না, করতে পারে না।
শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, সৎ, সাহসী, মানবিক একজন নেতা শেখ হাসিনা। তিনি উন্নয়ন, দক্ষতা, সাহস ও কৌশলের জন্য সারা দুনিয়ায় আজকে প্রশংসিত। শুধু বাংলাদেশিরা নয়, একবাক্যে বিদেশিরাও শেখ হাসিনার প্রশংসা করে। শেখ হাসিনা প্রতিদিন রাতে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা ঘুমান। বাকি ২১ ঘণ্টা দেশ নিয়ে ভাবেন, মানুষ নিয়ে ভাবেন।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি নেতাদের চোখ শুকিয়ে গেছে, আন্দোলন হয় না। এই বছর না ওই বছর আন্দোলন হবে কোন বছর? এ বছর রমজানের ঈদের পর বলে, কোরবানির ঈদ, কোরবানির পর বলে পরীক্ষার পর, এভাবে দেখতে দেখতে ১৪ বছর, আন্দোলন হবে কোন বছর।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তারেক রহমান ১৬ বছর আগে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গেছে আর রাজনীতি করবে না বলে। সেই তারেক রহমান এখন বলে, টাকার কোনো অভাব হবে না। আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাও। তারেক রহমান বিএনপির নেতাকর্মীকে টাকার দম্ভ দেখাচ্ছে। এত টাকা কোথায় থেকে এলো? কোটি কোটি টাকা পাচার করেছে সে। তারেকের অর্থপাচারের কথা সারা দুনিয়ার মানুষ বুঝে। এই অপশক্তিকে রুখতে হবে।
নিজ জেলায় আয়োজিত সমাবেশে ওবায়দুল কাদের বলেন, নোয়াখালীর মানুষকে বিএনপির নেতারা অনেক ভুল বোঝাতে চেয়েছে। এই নোয়াখালী সহস্র মানুষকে ধোঁকা দিয়ে। আজকে ধোঁকা দেওয়ার দিন শেষ। আজকে নোয়াখালীর মানুষ বঙ্গবন্ধুর কন্যার সঙ্গে আছে। কর্মীরা চায় স্মার্ট বাংলাদেশ।
জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেলের সঞ্চালনায় শান্তি সমাবেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, সংসদ সদস্য (সংরক্ষিত) বেগম ফরিদা খানম সাকী, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ওজিলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম,জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, হাতিয়ার সাবেক এমপি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।
শান্তি ও উন্নয়ন সমাবেশে জেলা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অর্ধ লক্ষাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দুই দিনের সফরে শনিবার (২২ জুলাই) সকালে ওবায়দুল কাদের হেলিকপ্টার যোগে কবিরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে অবতারণ করেন। এরপর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে যোগদান করেন। এরপর দুপুরে পুলিশ লাইন্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেন এবং জেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগদান করেন। রোববার (২৩ জুলাই) সকালে বাবা-মায়ের কবর জিয়ারাত শেষে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে যোগদান করবেন।
Leave a Reply