সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন
চাটখিল সোনাইমুড়ীতে সরকারের উন্নয়ন নিয়ে ভ্রাম্যমাণ ক্যারাভ্যানে ভিডিও প্রচারণার উদ্বোধ
চাটখিল প্রতিনিধিঃ
বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রার ১৫ বছর ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে নোয়াখালী-১ (সোনাইমুড়ী-চাটখিল) সংসদীয় আসনের সোনাইমুড়ীর জয়াগে ভ্রাম্যমাণ প্রচার মাধ্যম ক্যারাভ্যান ‘স্মার্ট বাংলাদেশ’ এর উদ্বোধন করা হয়েছে। এই প্রচারণা দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত অত্র নির্বাচনী এলাকায় চলবে।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে স্হানীয় জয়াগ কলেজ মাঠে এ প্রচারণার উদ্বোধন করেন নোয়াখালী-১ আসনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে সাংবাদিকদের সাথে তিনি চাটখিল সোনাইমুড়ির উন্নয়ন নিয়ে মত বিনিময় সভায় বলেন একজন সচেতন নাগরিক হিসেবে সরকারের উন্নয়নমূলক কাজের প্রচারণার দায়িত্ব আমাদের। বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে প্রধানমন্ত্রীর উন্নয়ন কাজের চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরার দায়িত্ব আমাদের। গত ২২ বছর ধরে আমি দলের সঙ্গে আছি। দলের নেতাকর্মীদের ভালোমন্দ খোঁজ খবর নেওয়ার পাশাপাশি নোয়াখালী-১ আসনে দল এবং আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনেক উন্নয়নমূলক কাজ করেছি। মানুষের আগ্রহের কথা মাথায় রেখে দ্বাদশ সংসদ নির্বাচনে এ আসেন দল থেকে মনোনয়ন চাইবো। আমি সবসময় দলের পক্ষে কাজ করে যাবো।
উন্নয়ন প্রচারণার উদ্বোধনকে কেন্দ্র করে দুপুর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জয়াগ কলেজ মাঠে দলীয় নেতা কর্মীরা আসতে থাকেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জাহাঙ্গীর কবির বলেন, প্রাথমিক অবস্থায় পাঁচটি ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে সরকারের ৫০টি উন্নয়ন কাজের চিত্র ডিজিটাল প্রচারণার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরা হবে। পর্যায়ক্রমে এই প্রচারণার সংখ্যা বাড়ানো হবে। এই প্রচারণা প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে।
Leave a Reply