রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ন
নোয়াখালীর চাটখিল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ ইকবাল নাহিদকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে ওই উপজেলার ভীমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নাহিদ চাঁদপুর জেলার সাহারাত্রি ইউনিয়নের শামপুর গ্রামের শামছুল হুদার ছেলে।
চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল খায়ের জানান, জাহিদ ইকবাল নাহিদের বিরুদ্ধে থানায় নাশকতার ৩ থেকে ৫টি মামলা রয়েছে। রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
Leave a Reply