সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন
চাটখিলে মাদক সেবীর কারাদণ্ড
চাটখিল প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাও ইউনিয়নে অভিযান চালিয়ে গাঁজাসহ সফিকুল ইসলাম (৩১) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ টাকা অর্থদণ্ড করা হয়।
রোববার (২৭ আগস্ট) সকালে নিজভাওর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক সফিকুল ইসলাম ওই গ্রামের আবুল খায়েরের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকালে চাটখিল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল। অভিযানকালে পাঁচগাও ইউনিয়নের নিজভাওর গ্রামে নিজের বাড়িতে বসে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয় সফিকুল ইসলামকে। এসময় তার কাছ থেকে প্রায় ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক আসামিকে এক বছরের কারাদণ্ড ও পঞ্চাশ টাকা অর্থদণ্ড করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুল হক ভূঁইয়া।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত সাফিকুল ইসলামকে চাটখিল থানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply