সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন
শুক্রবার সন্ধ্যায় রামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শান্তিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর রহমান ওই এলাকার মৃত আবদুল খালেকের ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন , নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর এলাকার আলমগীরের ছেলে তানভীর (২০) এবং একই এলাকার মো.রাব্বী (২১)। আহতদেরকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে,শুক্রবার বিকেলে নোয়াখালীর মাইজদী থেকে মোটরসাইকেলে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর রেগুলেটর এলাকায় ঘুরতে যায় তিন বন্ধু তানভীর ,রাব্বী ও ইউসুফ।রামপুর ইউনিয়নের জোরারগঞ্জ সড়কে দ্রুত গতিতে অতিক্রম করার সময় পথচারী আবদুর রহমানকে ধাক্কা দেয়।এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ছাড়া মোটরসাইকেলে থাকা দুজন আরোহী আহত হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বলেন, নিহত আবদুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে।ঘটনাস্থল থেকে মোটরসাইকেল উদ্ধার করে থানায় রাখা হয়েছে।এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply