সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন
নোয়াখালী-১ আসনের সাংসদ এইচ.এম ইব্রাহিম কে সংবর্ধনা
চাটখিল প্রতিনিধিঃ
নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসন থেকে টানা তৃতীয়বারের মত নির্বাচিত সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। চাটখিল ও সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ সহ আওয়ামীলীগের সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সংর্বধনা দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে প্রথমে সোনাইমুড়ী সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আ.ফ.ম বাবুল বাবুর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ সহ আওয়ামীলীগের সকল অঙ্গ ও সহযোগি সংগঠন সংবর্ধনা প্রদান করে। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে বিকেলে চাটখিল উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে চাটখিল উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ সহ আওয়ামীলীগের সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নাজমুল হুদা শাকিলের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন – নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম, চাটখিল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. বেলায়েত হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ.এম আলী তাহের ইভু, ইউপি চেয়ারম্যান এস.এম বাকী বিল্লাহ, চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আহসান হাবীব সমীর, উপজেলা বিআরটিবি’র চেয়ারম্যান মিজানুর রহমান, পৌর সভাপতি শাহ জাহান খান বাবুল সহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ সহ আওয়ামীলীগের সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply