বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
চাটখিলে কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলে ছাত্র লীগের হামলার অভিযোগ
চাটখিল প্রতিনিধিঃ
সরকারি চাকুরীতে কোটা প্রথা বাতিলের দাবিতে সাধারন শিক্ষার্থীদের চলমান আন্দোলনে পুলিশ ও ছাত্র লীগের হামলার প্রতিবাদে চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলার হালিমা দিঘীরপাড় থেকে চাটখিল পৌর বাজারের দিকে অগ্রসর হলে ছাত্র লীগের হামলায় অন্তত ১০/১৫ জন সাধারন শিক্ষার্থী আহত হয়েছে বলে শিক্ষার্থীরা দাবি করে। মহূর্তে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। আহত শিক্ষার্থীদের সহপাঠীরা উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।
আহত শিক্ষার্থীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, ছাত্র লীগের কর্মীরা তাদের উপর আক্রমন করে। চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের ছাত্র ফারাদুল ইসলাম মাথায় মারাত্মক রক্তাক্ত জখম পায়। তার মত বহু শিক্ষার্থী আহত হয়েছে। সকলেই মাথায়, পিঠে, হাতে রক্তাক্ত জখম পেয়েছে। তবে ছাত্র লীগের কে হামলা করেছে তা বলতে অস্বীকৃতি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, হামলাকারী ছাত্র লীগ নেতারা পরিচিত মুখ। এদের নাম প্রকাশ করলে বড় ধরনের ক্ষতি হবে তাই ভয়-উৎকন্ঠায় না প্রকাশ করতে পারছি না। আমাদের কে এখন আল্লাহর কাছে বিচার দেওয়া ব্যতিত কোন উপায় নাই। স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, হামলাকারী ছাত্র লীগের নেতাকর্মী তাদের প্রয়োজনে গভীর রাতেও আমাদের কাছে প্রয়োজন হলে রক্ত চায়। আজ তারা আমাদের সাধারন শিক্ষার্থী ভাই-বোনদের রক্ত জড়িয়েছে। আগামীতে হামলাকারী ছাত্র লীগের নেতাকর্মীদের সামাজিকভাবে বয়কট করা হবে।
দুপুরে চাটখিল পৌর বাজারে শিক্ষার্থীরা আবারো সড়কে বিক্ষোভ মিছিল নিয়ে বেরিয়ে আসে। এসময় ছাত্র লীগের নেতাকর্মীরা মিছিল পন্ডু করতে আসলে সাধারন ছাত্ররা সংখ্যা বেশি হওয়ায় ছাত্র লীগের নেতাকর্মীরা তোপের মুখে সরিয়ে পড়ে। উপজেলার বদলকোট সহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে।
Leave a Reply