সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন
নোয়াখালীর চাটখিলের রাসেল ওরফে কালা রাসেল (২৮) গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার সময় পাশ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার করপাড়ায় এ ঘটনা ঘটেছে। তাকে প্রথমে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতাল ওঅবস্থার অবনতি ঘটলে সেখান থেকে ঢাকায় প্রেরণ করা হয়।
রাসেল চাটখিল পৌরসভার ছয়ানী-টগবা গ্রামের আবদুল করিমের ছেলে।
চাটখিল উপজেলা যুবলীগের আহবায়ক মোহাম্মদ হোসেন জানান, রাতে সে কয়েকজন বন্ধুর সাথে পাশ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার করপাড়া গেলে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। গুলি তার পেটে ও শরীরের বিভিন্ন স্থানে গুলি বিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তার সোয়া একটার দিকে ঢাকায় প্রেরণ করা হয়।
এ ব্যাপারে চাটখিল থানার ওসি নাসিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাসেল কোথায় গুলিবিদ্ধ হয়েছে এ ব্যাপারে আমাদের কাছে সঠিক তথ্য নেই। তবে সে একজন সন্ত্রাসী।
Leave a Reply