সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন
চাটখিলে এক কিশোরীর লাশ দাফন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের গোমাতলী গ্রামে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, গোমাতলী গ্রামের নুরু মিয়ার কিশোরী কন্যা নাছিমা (১৫) কে গত কয়েকদিন আগে চট্রগ্রাম শহরে নিজের বাসায় কাজ করার জন্য একই গ্রামের হুরু বাড়ির ডেইজি আক্তার নামে এক মহিলা নিয়ে যায়। কিন্তু বুধবার রাতে গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করেছে বলে প্রচার করে গ্রামে এসে তড়িঘড়ি করে লাশ দাফন করতে চাইলে এলাকাবাসীর সন্দেহ হলে তারা লাশ দাফনে বাধা দেয়। স্থানীয় ইউপি মেম্বার নাছির শেখ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঢাকায় থাকাতে বিষয়টি আমাকে জানিয়ে এলাকা থেকে ফোন করা হয়। আমি তাৎক্ষনিক চাটখিল থানাকে তা অবহিত করি। যুবলীগ নেতা খালেদ জুয়েল দাবি করেন কিশোরীর পরিবার হত দরিদ্র হওয়ার সুযোগ নিয়ে অর্থের বিনিময়ে সমাঝোতা করে তড়িঘড়ি করে লাশ দাফন করে ফেলতে চেয়েছিল একটি মহল। কিন্তু এলাকাবাসীর প্রচেষ্টায় তা সফল হয়নি।তিনি এই ঘটনায় প্রকৃত দোষীদের বিচার দাবি করেন। স্খানীয় নিকাহ্ রেজিস্টার (কাজি) মাওলানা মিজানুর রহমান বলেন, আমি লাশটি দেখে এসেছি। উপস্থিত সবাই মনে করছে এটি হত্যা। এই রিপোট লিখার সময়( বৃহস্পতিবার সকাল ১১টা ৪৫ মিনিট) পর্যন্ত লাশটি একটি খাটিয়াতে গোমাতলী গ্রামের হুরু বাড়ির জামে মসজিদ প্রঙ্গনে রয়েছে বলে জানা যায়। এ ব্যপারে চাটখিল থানায় দ্বায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানিয়েছেন বিষয়টি জানতে গোমাতলিতে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।
Leave a Reply