সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন
টাঙ্গাইল ও ময়মনসিংহে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাতে পৃথক এই ঘটনা ঘটে।
টাঙ্গাইলে নিহত ব্যক্তি চরমপন্থী দলের নেতা ছিলেন বলে দাবি করেছে র্যাব। আর ময়মনসিংহে নিহত ব্যক্তিকে মাদক ব্যবসায়ী বলছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা চৌধুরী মধ্যপাড়ায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শরিফ ওরফে ফরহাদ (৩৩) নিহত হন। র্যাবের ভাষ্য, শরিফ নিষিদ্ধঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) আঞ্চলিক সভাপতি। তিনি সদর উপজেলার গালা গ্রামের বাসিন্দা।
র্যাব-১২-এর তিন নম্বর কোম্পানি কমান্ডার মেজর রবিউল ইসলাম জানান, শরিফসহ চরমপন্থী দলের সদস্যরা গোপন বৈঠক করছেন—এমন তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাত দুইটার দিকে দাইন্যা চৌধুরী মধ্যপাড়া এলাকায় র্যাব অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে চরমপন্থী দলের সদস্যরা গুলি ছোড়ে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে শরিফ গুলিবিদ্ধ হন। তাঁর সহযোগীরা পালিয়ে যান। পরে শরিফকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এ ঘটনায় র্যাবের সার্জেন্ট শহিদুল ইসলাম ও কনস্টেবল হাবিবুর রহমান আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চারটি গুলি উদ্ধার করা হয়। নিহত শরিফের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।
ময়মনসিংহে ডিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জেলা শহরের আকুয়া এলাকায় পায়েল (২৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত পায়েল ময়মনসিংহ শহরের পুরোহিতপাড়া এলাকার বাসিন্দা। তাঁর নামে মাদকসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলায় রয়েছে বলে জানায় ডিবি।
ডিবির ভাষ্য, গতকাল দিবাগত রাতে ডিবির দুটি দল ময়মনসিংহ শহরে মাদকবিরোধী অভিযানে বের হয়। একটি দল আকুয়া এলাকায় অভিযান চালায়। ডিবির এই দলটি আকুয়া দরগাপাড়া এলাকায় অভিযানে গেলে ছয় থেকে সাতজন দুর্বৃত্ত পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে পায়েল গুলিবিদ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় জাকির হোসেন নামে পুলিশের এক সদস্য আহত হন।
নিহত পায়েলের প্যান্টের পকেট থেকে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে বলে ডিবির ভাষ্য।
Leave a Reply