রবিবার, ০৬ Jul ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা: গতকাল মঙ্গলবার দুর্গাপূজা উপলক্ষ্যে দিনব্যাপী চাটখিল উপজেলার বিভিন্ন মন্দিরে নানা কর্মসূচী পালিত হয়েছে। এসব কর্মসূচী গুলোর মধ্যে ছিল মন্দির পরিদর্শন, শাড়ি, লুঙ্গি, ধূতি, পাঞ্জাবী বিতরণ ও আলোচনা সভা। চাটখিল উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্যপরিষদের সভাপতি সমীর চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন কুরীর সঞ্চালনায় সকালে চাটখিল উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ¦ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন। বক্তৃতা করেন, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক উপজেলা কমান্ডার মোঃ হাসান, প্যানেল মেয়র জসিম উদ্দিন বাবলু ও আহসান হাবীব সমীর, ভিপি মিজান, পূজা উদযাপন কমিটির সভাপতি অরবিন্দ দেবনাথ, সাধারণ সম্পাদক দুলাল ভৌমিক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা কেশব কুরী, অনীল দাস প্রমুখ। এ সময় প্রধান অতিথি উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এবং প্রায় ৪ হাজার শাড়ি, লুঙ্গী, পাঞ্জাবী, ধূতি সহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন।
Leave a Reply