সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালী জেলার চাটখিলের ছোট জীবনগর গ্রামে গতকাল শনিবার ভোর রাতে আটককৃত সিএনজি ও সিএনজিতে থাকা বিপুল পরিমাণ অস্ত্র ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। ঘটনার সাথে জড়িত এবং জনতার হাতে আটক চাটখিলের দুর্ধর্ষ সন্ত্রাসী পূর্ব দেলিয়াই গ্রামের হারার বাড়ীর জামাল উদ্দিনের ছেলে মামুন (২৮) কে সকালে পুলিশ থানায় নিয়ে আসে। এ ঘটনা পর থেকে এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, সন্ত্রাসী মামুন সিএনজিতে করে বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে ছোট জীবনগর গ্রামের মাজারের পাশ দিয়ে যাওয়ার সময় এলাকাবাসী আটক করে। এ সময় স্থানীয় ৮/১০ জনের সন্ত্রাসী মামুনকে সহ অস্ত্র ছিনিয়ে নিতে চেষ্টা করে। ব্যর্থ হয়ে মামুনের সহযোগিরা ঘটনাস্থলের চতুর্দিক থেকে এলোপাতাড়ি গুলি বর্ষণ করতে থাকে। এ সময় লোকজন পালাতে থাকলে সন্ত্রাসীরা সিএনজি এবং সিনজিতে থাকা বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে পালিয়ে গেলেও জনতার হাতে আটক মামুনকে নিতে পারেনি। পরে উপস্থিত লোকজন সন্ত্রাসী মামুনকে স্থানীয় ইউপি কার্যালয়ে নিয়ে আসে। সেখান থেকে থানা পুলিশ সকালে তাকে থানায় নিয়ে আসে। মামুনের বিরুদ্ধে চাটখিল, লক্ষ্মীপুর সহ বিভিন্ন থানায় অস্ত্র সহ সন্ত্রাসী কর্মকান্ডের অনেক মামলা রয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে দেখা গেছে সন্ত্রাসীদের ছোঁড়া গুলির খোসা ও অন্যান্য আলামত।
এ ব্যাপারে থানার ইনচার্জ জহিরুল আনোয়ার জানান, ঘটনা তদন্ত করে এবং গ্রেফতারকৃত মামুনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে অস্ত্র উদ্ধার সহ অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতারে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply