সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালী জেলার চাটখিলের নোয়াখলা গ্রামে গতকাল শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিভাগের প্রধান প্রফেসর ডা. চৌধুরী মোঃ আলীর নামে সড়কের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান স্থানীয় ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলির সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ¦ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী শেখ মাহফুজুর রহমান, চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শোয়েব হোসেন বুলু, স্থানীয় আওয়ামীলীগ নেতা মানিক মিয়া, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম প্রমুখ।
Leave a Reply