সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১০ পূর্বাহ্ন
ইতালিতে ‘বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার’ স্লোগানকে সামনে রেখে তিন দিনব্যাপী সম্মেলনের আয়োজন করেছে অরাজনৈতিক সংগঠন কানেক্ট বাংলাদেশ।
আগামী ২৬, ২৭ ও ২৮ অক্টোবর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা লাখো প্রবাসীর অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করছে কানেক্ট বাংলাদেশ। বিশ্বের সব প্রবাসীকে একই ছাতার নীচে আনতে এবং বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে কাজ করছে এ সংগঠন।
এ লক্ষ্যে ইতালির রাজধানী রোমে আগামী ২৬, ২৭ এবং ২৮ অক্টোবর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের উস্থিতিতে অনুষ্ঠিত হবে এ সম্মেলন।
অভিজ্ঞ সংগঠক শাহ আলম, শামসুল আলম পাঁখী এবং সাংবাদিক সীমা কাওছার আঁখীর নেতৃত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
Leave a Reply