সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
চাটখিলে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ জাহাঙ্গীর আলম ঈদ উপহার বিতরণ করেছেন। গতকাল শনিবার দিনব্যাপী উপজেলা সভাকক্ষে, কমিউনিটি সেন্টারে, রামনারায়নপুর ইউনিয়নে, তার নিজ বাসভবনে, মুক্তিযোদ্ধা, মহিলা আওয়ামীলীগ, গরিব দুস্থ ও দলীয় নেতা কর্মীদের মাঝে প্রায় ৫ হাজার শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবী বিতরণ করেন। এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী।
প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ জাহাঙ্গীর আলম। বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল হারুন, থানা অফিসার ইনচার্জ জহিরুল আনোয়ার, পৌরসভার প্যানেল মেয়র আহসান হাবীব সমীর, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান ভিপি, যুবলীগ নেতা নজরুল দেওয়ান, রিয়াজ খান প্রমুখ।
Leave a Reply