সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন
প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী): গতকাল মঙ্গলবার সকালে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জে.এস.সি ও জে.ডি.সি পরীক্ষা-২০১৮ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম। সভায় জে.এস.সি ও জে.ডি.ডি পরীক্ষা-২০১৮ সুন্দরভাবে সম্পন্ন করার জন্য কেন্দ্র সচিবদেরকে মন্ত্রণালয়ের নির্দেশ যথাযথভাবে পালনের জন্য অনুরোধ করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা মোঃ হাসান খায়ের চৌধুরী, চাটখিল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মফিজ উল্যাহ, চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মাওলা বাহার, একাডেমিক সুপার ভাইজার আমজাদ হোসেন, থানার উপ-পরিদর্শক রফিক উল্যাহ সহ চাটখিলের জে.এস.সি ও জে.ডি.সি পরীক্ষার সকল কেন্দ্র সচিব, সকল হাইস্কুল ও মাদ্রাসা প্রধান গণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, এ বছর চাটখিলে ৬টি জে.এস.সি কেন্দ্রে ৪০৯ জন এবং ২টি জে.ডি.সি কেন্দ্রে ৯১৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। জে.এস.সি পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১৬৩৯ জন, ছাত্রী ২৩৭০ জন এবং জে.ডি.সি পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩৮২ জন, ছাত্রী ৫৩৫ জন।
Leave a Reply