সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
গতকাল ৪ জুন উপজেলার হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দীন নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। নির্বাচনে যথাক্রমে মোঃ আবদুস ছবুর, আতিক উল্যাহ, গোলম কিবরিয়া, এস এম কবির হোসেন পুরুষ অভিভাবক সদস্য এবং নাজমা আক্তার মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনে অন্যান্যের মধ্যে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হানিফ, পুলিশ অফিসার জসিম উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কর্তব্যরত মোঃ আশ্রাফুজ্জামান, কে এম কামরুল হাসান প্রমুখ।
Leave a Reply