সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন
দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গলাকেটে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন নোয়াখালী সোনাইমুড়ির মোশাররফ হোসাইন (৩৮) ও মুন্সিগঞ্জের লিমন (২৬)। মঙ্গলবার রাত ১০টার দিকে কোয়াজুলু নাটাল প্রভিন্সের নিউক্যাসেল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় এক বাংলাদেশি জানান, নিহতদের দোকানে নিরাপওার কাজে নিয়োজিত সিকিউরিটি গার্ডের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। ওই সিকিউরিটি গার্ড রাত ১০ দিকে তাদের গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।
এদিকে, রাত ১টার দিকে পুলিশের একটি টহলদল দোকানের ভেতরে রক্তাক্ত অবস্থায় মরদেহ দুটি পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে নিহতদের মরদেহ নিউক্যাসাল হাসপাতালে রয়েছে।
Leave a Reply