সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন
মানসিক অসুস্থতার জাল সনদ দিলে জেলা-জরিমানার বিধান রেখে সংসদে মানসিক স্বাস্থ্য বিল ২০১৮ পাস হয়েছে। এই বিলে সরকারি অনুমোদন ছাড়া মানসিক হাসপাতাল চালালেও জরিমানার বিধান রাখা হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন। বিলটির ওপর দেওয়া বিরোধী দলের সদস্য বাছাই কমিটিতে পাঠানো, জনমত যাচাই ও সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নিষ্পত্তি করা হয়।
পাস হওয়া বিলে সরকারি অনুমোদন ছাড়া মানসিক হাসপাতাল চালালে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা এবং একই অপরাধের পুনরাবৃত্তি হলে ২০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
বিলে বলা হয়েছে, মানসিক স্বাস্থ্যসেবায় পেশাজীবী হিসেবে নিয়োজিত কোনো ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা সনদ দিলে ৩ লাখ টাকা জরিমানা, এক বছর কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
এই বিল কার্যকরের ৯০ দিনের মধ্যে মানসিক হাসপাতালগুলোকে লাইসেন্স নিতে হবে। এই আইন লঙ্ঘন করলে শাস্তি পেতে হবে। বেসরকারি মানসিক হাসপাতাল স্থাপনের লাইসেন্স দেওয়া, এর নবায়ন ও ফি বিধি দিয়ে নির্ধারণ করা হবে।
এ ছাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বিল ২০১৮ সংসদে পাস হয়েছে।
বিল উত্থাপন
কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস বিল ২০১৮ ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল বিল ২০১৮ বৃহস্পতিবার সংসদে উত্থাপন করা হয়েছে। বিল দুটি উত্থাপন করেন যথাক্রমে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। উত্থাপনের পর বিল দুটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
Leave a Reply