সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন
ডাকাতের দলটি ছিল ছয়জনের। তাঁরা এক ই-সিগারেটের দোকানে গিয়েছিলেন লুটপাটের উদ্দেশে। কিন্তু দোকানি ঘাবড়ে না গিয়ে বললেন, বেশি অর্থ নেই, পরে এলে ভালো হয়! আর তাতেই মজে গেল ডাকাতের দল। দোকানির বেঁধে দেওয়া সময়ে এসে অপেক্ষারত পুলিশের হাতে ধরা পড়ল তাঁরা! এখন ডাকাতেরা শ্রীঘরে।
বিবিসির খবরে বলা হয়েছে, বেলজিয়ামের শার্লোহুঁয়া শহরে গত শনিবার সন্ধ্যায় এমন ঘটনা ঘটেছে। ছয়জনের ওই ডাকাত দলকে এখন ‘বেলজিয়ামের নিকৃষ্ট ডাকাত’ বলে ডাকা হচ্ছে। তবে ছয়জনকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গ্রেপ্তার হয়েছেন পাঁচজন। তাঁদের এখন পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, ওই দোকান মালিকের নাম দিদিয়ের। গত শনিবার দিনের শুরুতে ছয় ডাকাত সেই দোকানে ঢোকে। কিন্তু দিদিয়ের ডাকাতদের বোঝাতে সক্ষম হোন যে, এখন ডাকাতি করলে তাঁদের ক্ষতি হবে। কারণ বেশি অর্থ নেই। তাই ডাকাতদের সন্ধ্যার দিকে আসতে বলেন দিদিয়ের। আশ্চর্যজনক বিষয় হলো, ডাকাতেরা এ কথা মেনেও নেন!
দিদিয়ের বলেন, ‘আমি যখন পুলিশকে ডেকেছিলাম, তখন তাঁরা আমার কথা বিশ্বাসই করতে চাইছিল না। পুলিশ ভাবেইনি যে, ডাকাতেরা আবার ফিরে আসতে পারে। এটি সত্যিই হাস্যকর ঘটনা। তাঁদের বেলজিয়ামের নিকৃষ্ট ডাকাত বলে ডাকা উচিত।’
শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে ডাকাতেরা ফের আসে। দিদিয়ের তখন তাঁদের আবার বলেন যে, দোকান বন্ধ হওয়ার সময় এলে আরও ভালো হয়! এটিও মেনে নেয় ডাকাতেরা। আরও এক ঘণ্টা পর যখন ডাকাতেরা তৃতীয়বারের মতো আসে, তখন দোকানের পেছনে অপেক্ষা করছিল পুলিশের দল। এরপর সোজা শ্রীঘরে।
Leave a Reply