সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির প্যারাম্যাটা সিটি কাউন্সিলকে প্রায় ২০ লাখ অস্ট্রেলীয় ডলারের ভর্তুকি গুনতে হতে পারে। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে পার্কিং জরিমানা বাবদ আদায় করা এই অর্থ ফিরিয়ে দিতে হতে পারে জনগণকে। আর এই বিশাল অর্থের লোকসানের একমাত্র কারণ চকের জায়গায় মোমের তৈরি রং-পেনসিল ব্যবহার করা। পশ্চিম সিডনির প্যারাম্যাটা সিটি কাউন্সিলের আওতাধীন পার্কিং পরিদর্শকেরা আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের বেশি কোনো গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকলে জরিমানা করে। আর জরিমানা করার সময় গাড়িটি কতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে ছিল তা চাকায় রং-পেনসিল দিয়ে চিহ্নিত করে দেয়। আর সেখানেই হয়েছে যত ঝামেলা।
প্যারাম্যাটা কাউন্সিলের ট্রাফিক আইনে পার্কিং পরিদর্শকেরা গাড়ির চাকায় চিহ্ন দিতে শুধু চক জাতীয় পদার্থ ব্যবহার করতে পারবে বলে উল্লেখ রয়েছে। যদিও নিউ সাউথ ওয়েলস রাজ্যের আইনে চক, রং-পেনসিল কিংবা অনুরূপ পদার্থের ব্যবহারের কথা বলা আছে। তবে প্যারাম্যাটার আইনে শুধু চকের কথা উল্লেখ আছে। আর পার্কিং পরিদর্শকদের এই নীতিবহির্ভূত কাজের কথা প্রথম সামনে আসে গত বছরের সেপ্টেম্বরে। তাই সে মাস থেকে অতিরিক্ত সময় পার্কিংয়ের জন্য আদায়কৃত জরিমানার প্রায় ২০ লাখ ডলার ফিরিয়ে দেওয়ার কথা বলছে নীতি নির্ধারক ও আইন বিশ্লেষকেরা। বিষয়টি একজন কাউন্সিলর দ্বারা গত বছরের ২৫ জুন কাউন্সিলকে জানানো হয় বলে জানিয়েছেন প্যারাম্যাটা সিটি কাউন্সিলের মুখপাত্র। আর অর্থ যদি ফেরত দিতেও হয়, তবে আরেকটি বড় ঝামেলার মুখোমুখি হবে প্যারাম্যাটা সিটি কাউন্সিল। কেননা রাজ্যের সড়ক ও সমুদ্র সেবার তথ্যকেন্দ্রে কাউন্সিল কর্তৃপক্ষের কোনো প্রবেশাধিকার নেই। আর তাই যাদের অর্থ ফেরত দিতে হবে তাদের এক এক করে খুঁজে বের করতে হবে প্যারাম্যাটা সিটি কাউন্সিলকে।
বিষয়টি কাউন্সিলের পরবর্তী সাধারণ সভায় নিষ্পত্তি হতে পারে।
Leave a Reply