সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা: নোয়াখালী-১ (চাটখিলÑসোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমকে গনসংবর্ধনা দিয়েছে নির্বাচনী এলাকার আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠন সমূহ। তিনি গতকাল বুধবার বিকেলে তার নির্বাচনী এলাকা সোনাইমুড়ির চাষিরহাটে পৌঁছলে আওয়ামীলীগ নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় রাস্তার দু’পাশে আওয়ামীলীগ ছাড়াও বিভিন্ন শ্রেনী-পেশার প্রায় ২০ হাজার লোক তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে এখান থেকে ৩ হাজার মোটরসাইকেল ২ শতাধিক মাইক্রোবাস ও কার নির্বাচনী এলাকার সোনাইমুড়ি থেকে চাটখিল হয়ে খিলপাড়া বাজার পর্যন্ত প্রায় ৫০ কি.মি. মোটর শোভাযাত্রা করে। পরে খিলপাড়া বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা দেওয়া হয়। গণসংবর্ধনা সভা চাটখিল উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা আওয়ামীলীগ নেতা জাকির হোসেন জাহাঙ্গীর, সাবেক ভিপি নিজাম উদ্দীন, ইউপি চেয়ারম্যান এস এম বাকী বিল্লাহ, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক বেলায়েত হোসেন, ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দীন সুমন, সোনাইমুড়ি উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মমিনুল ইসলাম বাকের, সহ সভাপতি মাহফুজুর রহমান বাহার, সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল বাবু, যুবলীগ নেতা আবু খালেক প্রমূখ।
গণসংবর্ধনা সভায় এইচ এম ইব্রাহিম এমপি বলেন, দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে এই আসনটি উপহার দেওয়া হবে। দলের কোন্দল এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সম্পর্কে নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান।
Leave a Reply