সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা: গনভবণ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহঃস্পতিবার সকালে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে শতভাগ বিদ্যুতায়ন ও ফায়ার সার্ভিসের উদ্বোধন করেছেন। উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে যোগদান করেন নোয়াখালী-১ (চাটখিল সোনাইমুড়ি আংশিক) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জাহাঙ্গীর কবির, চাটখিল পৌর সভার মেয়র মোহাম্মদ উল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, পল্লী বিদ্যুতের জিএম শংকর চন্দ্র, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন জাহাঙ্গীর, নোয়াখালী জেলা পরিষদ সদস্য মাসুদুর রহমান শিপন, চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম শামসুদ্দিন, পল্লী বিদ্যুতের ডিজিএম আবুল কালাম, ওসি তদন্ত সাইফুল ইসলাম ভুইয়া, ইউপি চেয়ারম্যান এস এম বাকী বিল্লাহ, আলমগীর হোসেন, সাবেক ভিপি নিজাম উদ্দিন প্রমূখ।
Leave a Reply