সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০১ পূর্বাহ্ন
তথ্যপ্রযুক্তির উন্নয়নের কারণে আমরা বিশ্বের সঙ্গে তাৎক্ষণিকভাবে যুক্ত হতে পারছি। এ কারণে আমাদের ইন্ডাস্ট্রিতে একধরনের অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্ব যতটা দ্রুত এগিয়ে যাচ্ছে, আমরা সেই গতির সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারছি না। আমি মনে করি, তাই এই অস্থিরতা। সেটা কাটিয়ে যদি এগিয়ে যেতে পারি, তাহলে আগামী ২০ বছর পর আমরাও বিশ্বের সঙ্গে সমসাময়িক হয়ে উঠব। এ জন্য আমাদের শিকড়, আমাদের সাহিত্য-সংস্কৃতির সঙ্গে বর্তমানকে মিলিয়ে সুন্দর সুন্দর কাজ উপহার দিতে হবে।
আমি ব্যক্তিগতভাবে সেই সব কাজ করতে চাই, যেখানে আমাদের শিকড়কে তুলে ধরার সুযোগ আছে। দর্শকদের সামনে নিজস্ব সংস্কৃতিকে বৈশ্বিক রূপে তুলে ধরতে হলে আমাদের প্রস্তুতি নিতে হবে। আমি সেই চেষ্টা করে যাচ্ছি। পৃথিবীকে বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে। তাই নিজেকে বদলানোর কাজ করে যাচ্ছি। ‘আমি’ বদলালে অন্যদের ভেতরে নিজের সেই বদলের প্রভাব রাখতে পারব।
Leave a Reply