সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা:
স্বাধীনতার ৪৬ বছর পেরিয়ে চাটখিল রমাপুর আলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্পূর্ণ ব্যক্তিগত খরচে শহীদ মিনার নির্মাণ করেন এলাকার বিশিষ্ট শিল্পপতি, দানবীর, শিক্ষানুরাগী আলহাজ¦ মোঃ ইউসুফ। গতকাল শনিবার সকালে শহীদ মিনার উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়ের সভাকক্ষে আওয়ামীলীগ নেতা নুর নবী চৌধুরী মোড়লের সভাপতিত্বে, হাটপুকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পপতি মোঃ ইউসুফ।
বক্তৃতা করেন, ইউপি চেয়ারম্যান এস এম বাকি বিল্লাহ, ইব্রাহিম খলিল সোহাগ, পৌরসভার কাউন্সিলর মমিনুল ইসলাম দুলাল, স্বেচ্ছাসেবকলীগ নেতা জুলিয়াদুল করিম। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে সভাপতি মমিনুল ইসলাম মিঠু সহ অন্যান্য সদস্যগণ প্রধান অতিথিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। পরে প্রধান অতিথি আলহাজ¦ মোঃ ইউসুফ রমাপুরÑগোবিন্দপুর বঙ্গবন্ধু স্মৃতি সংসদ উদ্বোধন করেন।
Leave a Reply