সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রিক দল জে,এস,ডির নোয়াখালী জেলা শাখার সদস্য, চাটখিল উপজেলা শাখার সহ-সভাপতি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ (৬৭) গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকার ক্রিসেন্ট হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে—–রাজেউন)। তিনি দীর্ঘদিন থেকে হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন।
বৃহস্পতিবার বিকেলে তার নিজ গ্রাম ফতেপুর নূরানী মাদ্রাসার সামনে জানাজা শেষে তার মরদেহ মাদ্রাসার পাশে স্থাপন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তার আকষ্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জে,এস,ডির কেন্দ্রীয় সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা আ.স.ম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, জে,এস,ডির কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা নুরুল আমিন ভূইয়া, মুক্তিযোদ্ধা গোলাম জিলানী চৌধুরী, নোয়াখালী জেলা জে,এস,ডির সভাপতি আবদুল জলির চেয়ারম্যান, সাধারণ সম্পাদক এড. কাউসার নিয়াজী, চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মোস্তফা কামাল, চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শোয়েব হোসেন বুলু, সহ-সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত, দপ্তর সম্পাদক সাংবাদিক নাসির উদ্দীন ও মনির হোসেন বিএসসি প্রমূখ।
Leave a Reply